সাংবাদিক মুস্তাক ও মুজাক্কির হত্যার বিচারের দাবী জানিয়েছে- বিএনপি অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৫ পিএম, ৮ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৭:০৬ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
লেখক ও সাংবাদিক মুসতাক আহমেদ ও সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ ও সুষ্ঠ বিচার দাবী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার নেতৃবৃন্দ।
সিডনি থেকে বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে প্রতিবাদ ও বিচার দাবী করেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহবায়ক মো.দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং বর্তমান সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব লুৎফুল কবির, সাবেক যুগ্ম আহবায়ক কুদরত উল্লাহ লিটন, আলহাজ্ব মোহাম্মদ নাসিম উদ্দিন আহম্মেদ, হায়দার আলী, সহ সভাপতি মোবারক হোসেন, ভিক্টোরিয়া বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মনি, তারেক উল ইসলাম, যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, আব্দুল মতিন, একেএম মাহবুব তালুকদার রিপন, খাইরুল কবির পিন্টু, আবুল কালাম আজাদ, এস এম খালেদ, মৌহাইমেন খান মিশু, শেখ সাইফ, মোতাহের হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ জাকির হোসেন রাজু, জিয়াউল হক ভুঁইয়া, আব্দুল করিম, নূর মোহাম্মদ মাসুম, মোহাম্মদ কুর্দি, শফিকুল ইসলাম রিপন, মোহাম্মদ জসিম সহ অসংখ্য নেতৃবৃন্দ।
মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বর্তমান মিডনাইট অবৈধ আওয়ামী সরকার গত ১২ বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধবংস করছে দেশে কোন আইনের শাসন নাই, সংবাদপত্র গুলোর স্বাধীনতা নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে জেল খানায় হত্যা করছে।
অবিলম্বে সাংবাদিক মুস্তাক আহম্মেদ ও মুজাক্কির হত্যার সুষ্ঠ বিচার দাবী জানান এবং না হলে শ্রীঘ্রয় অস্ট্রেলিয়ার ফেডারেল পররাষ্ট্রমন্ত্রীর ও বাংলাদেশ হাইকমিশন ঘেরাও এর মতো কর্মসূচি দেওয়া হবে বলেন জানান তিনি।