ক্যাপিটল হিলে ফের হামলার শঙ্কা, অধিবেশন স্থগিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫০ পিএম, ৪ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:১৮ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ফের হামলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ক্যাপিটল পুলিশ বলছে, একটি মিলিশিয়া বাহিনী হামলা চালাতে পারে ক্যাপিটল হিলে; এমন শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যে কোনো ধরনের হুমকি প্রতিরোধে প্রস্তুত রয়েছে।
এদিকে সম্ভাব্য হামলার শঙ্কায় ক্যাপিটল হিলে বৃহস্পতিবারের অধিবেশন বাতিল করা হয়েছে।
করোনা মহামারির কারণে দুর্বল হওয়া অর্থনীতি পুনরুদ্ধার ও মার্কিনিদের কাছে জরুরি ভিত্তিতে নগদ অর্থ পাঠানোর জন্য ১ লাখ ৯০ হাজার কোটি মার্কিন ডলারের রিলিফ প্যাকেজ বিল প্রতিনিধি পরিষদে পাস হয়েছে।
এ নিয়ে মার্কিন সিনেটে বিতর্ক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাপিটল হিলে হামলার হুমকি দেওয়া হলো।