লন্ডন পৌঁছেছেন বেগম খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ১০:৪৮ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।
বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকাল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার এম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভেতরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।
হিথ্রো বিমানবন্দরের বাইরে শূণ্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শত শত বিএনপি নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন।