সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০০ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:১৫ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরিয়ায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই ঘোষণা আসে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজানে জানান, 'যেকোনো দেশে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। বর্তমানে সিরিয়ায় বিমান চলাচল ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।' তবে ইরান ঠিক কবে থেকে এই স্থগিতাদেশ কার্যকর করেছে, তা স্পষ্ট করা হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তাদের কোনও সরাসরি যোগাযোগ নেই এবং তারা ইরানিদের সিরিয়া ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।