শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে প্রতিবাদ সভা করে কাতার বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ এএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকার) সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর রাষ্ট্রীয়ভাবে দেওয়া 'বীর উত্তম' খেতাব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে কাতার বিএনপি
প্রতিবাদ সভায় কাতার যুবদলের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম সুমন এবং নব গঠিত কাতার সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহম্মদ নবী নোমান সহ কাতার বিএনপির অন্যান্য নেতা কর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল- জাজিরা টিভিতে প্রকাশিত সরকারের মাফিয়া সম্পর্ক এই বিষয় থেকে দেশের জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিয়ে যেতে এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে।আমরা কাতার বিএনপি সরকারের এমন নোংরা হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং সুস্পষ্ট ভাষায় সরকার কে বলছি এমন নোংরা রাজনীতির খেসারত আপনাদের কে দিতে হবে ইনশাআল্লাহ। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করে।
সংগঠনের সভাপতি জনাব আবু ছায়েদ সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক সাজু সাহেবের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাতার বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব মকবুল হোসেন মোল্লা সহ সভাপতি ইসমাইল মুনসুর , মোঃ হাবিবুর রহমান , মোঃ আবুল বাশার সরকার , সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া , গোলাম সারওয়ার মিশু , মহিউদ্দিন কাজল , গাজী মোঃবাবুল মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আলী ,সহ সাধারণ সম্পাদক আইনুল করিম বাবু ,প্রচার সম্পাদক রাহেল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাবু খান , ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফারুক হুসেন ।