মানুষের সমাবেশের অধিকার নিশ্চিত করা জরুরি : স্টিফেন দুজারিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৭ পিএম, ১০ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
মানুষকে সমাবেশের অধিকার দেয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার (০৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফ্রিংয়ে বাংলাদেশের মানুষের সমাবেশের অধিকারের পক্ষে সওয়াল করেন দুজারিক। প্রশ্নোত্তর পর্বটি জাতিসংঘের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে দুজারিকের দৃষ্টি আকর্ষণ করা হলে দুজারিক বলেন, আমরা ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে জাতিসংঘের অবস্থান তুলে ধরেছি। জনগণ শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করবে, এ সুযোগ করে দেয়াটা গুরুত্বপূর্ণ।
একইসঙ্গে যাদের আটক করা হয়েছে তাদের যথাযথ আইনী অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।