বাংলাদেশ বিষয়ে জাতিসংঘ : আমরা নজর রাখছি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩১ পিএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:০৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশে বিরোধী দলের ওপর হামলা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিক্ষোভ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ।
সভা-সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল গতকাল বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি টুইট করেন।
টুইট তিনি বলেন, বাংলাদেশের ঘটনাগুলোর ওপর বিশেষ নজর রাখছে জাতিসংঘ। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা এবং মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের উদ্বেগজনক খবর আসার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।
অপর এক টুইটে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবর পেয়ে আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলাম।