জার্মান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র, গ্রেফতার- ২৫
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৯ পিএম, ৭ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:০৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
জার্মান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে- এমন সন্দেহে সন্দেহভাজনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ। এতে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (০৭ ডিসেম্বর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থী এবং সাবেক সামরিক কর্মকর্তারা দেশটির রাইখস্টাগ নামে পরিচিত জার্মান সংসদ ভবনে তাণ্ডব চালিয়ে ক্ষমতা দখল নেওয়ার পরিকল্পনা করে।
'হেনরিখ ত্রয়োদশ' নামে ৭১ বছর বয়সী এক ব্যক্তি এই পরিকল্পনার মূল হোতা ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। গ্রেফতারকৃত ১১ জার্মান নাগরিকদের মধ্যে দুইজন মূল পরিকল্পনাকারী রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রিপোর্ট, ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইখসবার্গার (রাইখের নাগরিক) আন্দোলনের সদস্যও আছেন। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংস হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য জার্মান পুলিশের নজরদারিতে আছে।
এই গোষ্ঠী আধুনিক জার্মান রাষ্ট্রকে মেনে নিতেও অস্বীকৃতি জানিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। জার্মান ফেডারেল প্রসিকিউটরের অফিসের এক মুখপাত্র বলেছেন, আমরা এই গোষ্ঠীর নাম এখন পর্যন্ত জানি না।