কলম্বিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত- ৮
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০২ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৪৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি বিমান দুর্ঘটনায় আট আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সোমবার কলম্বিয়ার ওলায়া হেরেরা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি মধ্যাঞ্চলীয় মেডেলিন শহরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানের ছয় যাত্রী ও দুই ক্রু নিহত হন।
বিমানটিতে মোট কতজন ছিলেন, তা স্পষ্ট নয়। তবে দুর্ঘটনাস্থলে আর কেউ হতাহত হননি বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা না গেলেও ইঞ্জিনে ত্রুটি থেকেই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেডেলিনের মেয়র ড্যানিয়েল কুইন্টেরো বলেছেন, বিমানটি বিধ্বস্তের ফলে সাতটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, উড্ডয়নের সময়ই সম্ভবত বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল। দুর্ভাগ্যবশত পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবার কর্মীদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।