এমপি পাপুলের রায়ের ব্যাপারে আমাদের কিছু করার নেই-কুয়েত রাষ্ট্রদূত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১১ এএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:২৬ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
অর্থ পাচার, মানবপ্রচার ও অবৈধ অর্থ ঘুষ লেনদেনের দায়ে সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত।
গতকাল বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান ৫৩ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ তাকে এ কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে কুয়েত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সরকার দুনীর্তির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স অবস্থান করে। উনি এখানে কোনো সরকারি কাজে আসেননি, উনি একজন ব্যবসায়ী হিসেবে কুয়েতে আসছিলেন। বাংলাদেশি হিসেবে উনি বা তার পক্ষ থেকে আমাদের কাছে আগে এবং এখনো কোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়নি। এ বিষয়ে আমাদের কাছে দাপ্তরিকভাবে কাগজ আসেনি। স্থানীয় পত্রিকার মাধ্যমে যতটুকু জেনেছি ঘুষ লেনদেনের দায়ে পাপুলসহ স্থানীয় একজন নাগরিকের অর্থদণ্ড ও চার বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত।’
কুয়েত রাষ্ট্রদূত আরও বলেন, ‘এ ছাড়াও অর্থ পাচার ও মানবপাচারের আরও দুইটি মামলা চলমান রয়েছে কুয়েতের আদালতে। সেই মামলার কী রায় হবে সেই ব্যাপারে আমাদের কিছুই করার নেই। এটা সম্পূর্ণ কুয়েত প্রশাসনের বিষয়।’
উল্লেখ্য, গত বছর ৬ জুন সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ পাচার, মানবপ্রচার ও অবৈধ অর্থ ঘুষ লেনদেনের দায়ে কুয়েতের মুশরেফ এলাকায় তাকে বাসা থেকে আটক করে স্থানীয় প্রশাসন।