মালিতে শান্তিরক্ষা মিশনে ২ বাংলাদেশি সেনাসদস্য গুরুতর আহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪০ পিএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:০৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
পশ্চিম আফ্রিকার দেশ মালি’র তিম্বুক্তস্থ কিদালতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের কার্যরত বাংলাদেশ সেনাবাহিনীর বহরের উপর আক্রমণ চালায় মালির বিদ্রোহী পার্টি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল দশটায় এ ঘটনা ঘটে ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাটিতে পুঁতে রাখা বোমার আঘাতে ইউএন’এর একটি এলেবি গাড়ি উল্টে যায়। সেই সময় অনবরত গুলি বর্ষিত হতে থাকে। সেই সময় দুর্ঘটনায় আক্রান্ত হয় বাংলাদেশি শান্তি মিশনের সদস্যরা। এতে বাংলাদেশের বেশ কয়েকজন সেনাসদস্য মারাত্মকভাবে আহত হয়। তবে কেউ নিহত হয়নি।
যারা আহত হয়েছেন, তাদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহতদের মধ্যে এক জনের একটি পা এবং আরেকজনের একটি হাত উড়ে গেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বর্তমানে সেখানে বাংলাদেশের ১ হাজার ২শ ৫০ জন ছাড়াও কম্বোডিয়া, গিনিম চার, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা শান্তি মিশনে কর্মরত। তারা শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি ৪/৫টি বিদ্রোহী গ্রুপ নিয়ন্ত্রণে নিয়োজিত।