কোভিড সংক্রমণের কারণে প্রতি ৪৪ সেকেন্ডে ১ জন মারা যাচ্ছে : হু প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ পিএম, ১২ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৩৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
কোভিড মহামারির পরে বিশ্ব যখন স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে তখন হঠাৎ সামনে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সতর্কবাণী। তারা জানিয়েছে যে, বিশ্বব্যাপী প্রতি ৪৪ সেকেন্ডে কোভিড-১৯-এ একজন ব্যক্তি এখনও মারা যাচ্ছে।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, এই ভাইরাস এখনই বিলুপ্ত হবে না। রিপোর্ট করা মামলা এবং মৃত্যুর হারে বিশ্বব্যাপী পতন অব্যাহত রয়েছে। এটা খুবই উৎসাহব্যঞ্জক। কিন্তু এই প্রবণতা অব্যাহত থাকবে এমন কোনও গ্যারান্টি নেই। গেব্রেইয়েসুস তার নিয়মিত ব্রিফিংয়ের সময় বলেছিলেন- ফেব্রুয়ারি থেকে সাপ্তাহিক রিপোর্ট করা মৃত্যুর সংখ্যা ৮০ শতাংশেরও বেশি কমে যেতে পারে।
তবে তা সত্ত্বেও, গত সপ্তাহে প্রতি ৪৪ সেকেন্ডে একজন কোভিড-১৯-এ মারা গেছে। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুই এড়ানো যায়। আপনি হয়তো আমার কথা শুনে ক্লান্ত হয়ে পড়েছেন যে, মহামারি শেষ হয়নি। কিন্তু এটা বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমি এই একই কথা বলতে থাকব। ডব্লিউএইচও আগামী সপ্তাহে ছয়টি সংক্ষিপ্ত নীতি প্রকাশ করবে, যা সমস্ত সরকারকে সংক্রমণ কমাতে এবং জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপগুলোর রূপরেখা দিতে সাহায্য করবে। সংক্ষিপ্ত বিবরণগুলোতে আরো বেশি পরীক্ষা, ক্লিনিকাল ব্যবস্থাপনা, টিকাকরণ, সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ, কমিউনিটি সংক্রমণ, ইনফোডেমিক পরিচালনার প্রয়োজনীয় উপাদানগুলোকে কভার করবে।
ডব্লিউএইচও প্রধান বলেছেন, আমরা আশা করি, যে দেশগুলো এই সংক্ষিপ্ত বিবরণগুলোকে মেনে চলবে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবন বাঁচাতে সক্ষম হবে। মাঙ্কিপক্স সম্পর্কে তিনি বলেছিলেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপে এর নিম্নগামী প্রবণতা দেখতে পাচ্ছে। যদিও আমেরিকা থেকে রিপোর্ট করা কেসগুলোও গত সপ্তাহে হ্রাস পেয়েছে, তবে এই অঞ্চলে মহামারি সম্পর্কে দৃঢ় সিদ্ধান্ত নেয়া কঠিন বলে মনে করেন হু প্রধান। ডব্লিউএইচও অনুসারে, মোট ৫২,৯৯৭ জন মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত চার সপ্তাহে নিবন্ধিত মামলাগুলোর মধ্যে ৭০.৭ শতাংশ আমেরিকা থেকে এবং ২৮.৩ শতাংশ ইউরোপ থেকে এসেছে।