আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫৪ এএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৩৩ এএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
গত ২৪ জানুয়ারি রবিবার বিএনপি মালয়েশিয়া এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৮টায় বিএনপি মালয়েশিয়ার কার্যালয় থেকে ভার্চুয়াল দোয়া মাহফিল করা হয়।
বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে সুরাহ ইয়াসিন পাঠসহ পবিত্র কোরআন তেলাওয়াত ও পরে দোয়া পাঠ করেন দলের সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক তালহা মাহমুদ ও মৌলানা মো. মহিউদ্দিন।
দোয়া মাহফিল-পূর্ব শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক এমপি, প্রধান সম্পাদক বিএনআরসি, সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপন। তিনি ভার্চুয়াল দোয়া মাহফিলে সংযুক্ত সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়াতে সবাইকে শরিক হওয়ার জন্য আহবান জানান।
বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান মরহুম আরাফাত রহমানের জীবনের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করে বলেন, রাজনীতির ধারেকাছে না থাকলেও অবৈধভাবে ক্ষমতায় বসা আওয়ামী সরকারের নীল-নকশায় অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করেন জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।
দোয়া মাহফিলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ফেসবুক পেজে লাইভে প্রদর্শিত হয়। দোয়া মাহফিলে শুরু থেকেই সংযুক্ত হন অসংখ্য কেন্দ্রীয় ও বহির্বিশ্ব বিএনপির নেতৃবৃন্দ। কেন্দ্র থেকে সংযুক্ত ছিলেন সদস্য জাতীয় স্থায়ী কমিটি নজরুল ইসলাম খান, সাবেক সচিব, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ, উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ নেতৃবৃন্দ।
বহির্বিশ্ব বিএনপি থেকে সংযুক্ত ছিলেন জাপান বিএনপির সভাপতি নূর আলম নূরালি, মীর রেজাউল করিম, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, দক্ষিণ কোরিয়া থেকে জামান সরকার, মনির হোসেন, মোশারফ হোসেন, অস্ট্রেলিয়া থেকে মনিরুল হক জর্জ সাবেক সভাপতি, দেলোয়ার হোসেন সাবেক আহবায়ক, মো. রাশেদুল হক সদস্য ফরেন রিলেশন কমিটিসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ, নিউজিল্যান্ড থেকে মেহেদি হাসান, মালদ্বীপ থেকে নাসের উদ্দিন, ব্রæনাই থেকে কামরুজ্জামান সালেস, ইন্দোনেশিয়া থেকে রুহান হাসান, যুক্তরাজ্য থেকে এম এ মালেক সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সভাপতি বিএনপি যুক্তরাজ্য, কয়সার আহম্মেদ সাধারণ সম্পাদক বিএনপি যুক্তরাজ্য, পারভেজ মলিক সিনিয়র যুগ্ম সম্পাদক, কামাল উদ্দিন যুগ্ম সম্পাদক, ডালিয়া লাকুরিয়া প্রচার সম্পাদক যুক্তরাজ্য বিএনপিসহ নেতাকর্মীবৃন্দ, বাদল, মমিনুর রহমান জোনায়েদ নরওয়ে থেকে, সুইডেন থেকে এমদাদ হোসেন সভাপতি, মোহন সাধারণ সম্পাদক সুইডেন বিএনপি, ফ্রান্স থেকে এম এ তাহের সাধারণ সম্পাদক বিএনপি ফ্রান্স, মমতাজ আলো আন্তর্জাতিক সম্পাদক মহিলা দল, ফিনল্যান্ড থেকে কামরুল ইসলাম জনি সভাপতি, জামান সরকার সাধারণ সম্পাদক বিএনপি ফিনল্যান্ড, আয়ারল্যান্ড থেকে হামিদুল নাসির সভাপতি, কবির আহম্মেদ সাধারণ সম্পাদক বিএনপি আয়ারল্যান্ড, ডেনমার্ক থেকে গাজী মনির আহম্মেদ সভাপতি বিএনপি ডেনমার্ক, ইতালি থেকে জনাব রাজ্জাক সভাপতি, ঢালী নাসির সাধারণ সম্পাদক ইতালিসহ সৌদি আরব, কাতার ও দুবাইয়ের নেতাকর্মীবৃন্দ।
মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন হাজী সৈয়দ জাকিরুল আলম, আব্দুল জলিল লিটন, এসএম রহমান তনু, এম যে আলম সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া, ফজলুল করিম সোহরাব, আব্দুলাহ আল মামুন লিটন সহ-সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া, মো. আমিনুল ইসলাম রতন দপ্তর সম্পাদক, হাবিবুর রহমান শিশির সহ-দপ্তর সম্পাদক বিএনপি মালয়েশিয়া, এম এ কালাম সহ-অর্থবিষয়ক সম্পাদক বিএনপি মালয়েশিয়া, মঞ্জ খাঁ সহ-সভাপতি যুবদল মালয়েশিয়া, মো. জসিম উদ্দিন যুবনেতা মালয়েশিয়া, খন্দকার কামরুল হাসান সাধারণ সম্পাদক রাওয়াং বিএনপি, বাদল কারার দপ্তর সম্পাদক যুবদল, জাহাঙ্গীর হাওলাদার কর্মসংস্থানবিষয়ক সম্পাদক যুবদল মালয়েশিয়া, কাজী সোহেল মাহমুদ স্বেচ্ছাসেবক নেতা, আসাদুজ্জামান মাসুম শেখ জাসাস নেতা মালয়েশিয়া, মহিলা নেত্রী জেসমিন, ইমন সাইদসহ নেতাকর্মীবৃন্দ। আরও সংযুক্ত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠন জোহর, মালাকা, পেনাং/কেদাহ-এর নেতাকর্মীবৃন্দ।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের ভোটাধিকার প্রণয়ন করা হবে। তিনি প্রবাসে কর্ম বা বসবাসরত দেশ এবং দলের জন্য সবার অবদানের মূল্যায়নে ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় যথাযথ ব্যবস্থা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করায় প্রবাসীদের মাঝে আশার সঞ্চার হবে। বর্তমান দেশে গণতন্ত্র সঙ্কটকালে ঐক্যের বিকল্প নেই। তাই সবাই একতাবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশ ও দলের জন্য কাজ করুন। মালয়েশিয়া বিএনপির এই সুন্দর আয়োজনের জন্য প্রশংসার দাবিদার, পরবর্তী আয়োজনে আপনাদের সাথে থাকব আশা ব্যক্ত করছি। তিনি সংযুক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে মরহুম আরাফাত রহমান কোকোর ব্যক্তিগত ও কর্মজীবনের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।