কানাডায় ‘সিরিজ’ ছুরি হামলা, নিহত- ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৭ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কানাডার কেন্দ্রীয় সাসক্যাচুয়ান প্রদেশে দফায় দফায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ টি বিভিন্ন স্থান থেকে হামলার শিকার ব্যক্তিদের পাওয়া গেছে। পুলিশ সন্দেহভাজন দুই হামলাকারীর নাম প্রকাশ করেছে। এদের একজন ড্যামিয়েন সান্দারসন (৩১) এবং অপরজন মাইলস সান্দারসন (৩০)।
হামলার পর থেকে তারা পলাতক। ধারণা করা হচ্ছে, তাদের কাছে অস্ত্র আছে এবং তারা বিপজ্জনক।
বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ভয়ংকর ও হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি তাদের কথা ভাবছি যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন।
রবিবার সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে, হামলায় আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। হামলার শিকার আহত ব্যক্তিদের যারা হাসপাতালে নিয়ে গেছেন তাদের কর্তৃপক্ষের সংঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।