ফ্রান্স মহিলা দলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৭ এএম, ২৬ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৫২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফ্রান্সে শহিদ প্রেসিডেনট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল ফ্রান্স শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ শে জানুয়ারী) মহিলা দল ফ্রান্স শাখার উদ্দোগে ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে দলের সভানেত্রী কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য স্থায়ী কমিটি বিএনপি।
প্রধান বক্তাঃ সেলিমা রহমান, সদস্য স্থায়ী কমিটি বিএনপি। বিশেষ অতিথিঃ আব্দুস সালাম, সন্মানিত উপদেষ্টা বিএনপির চেয়ারপার্সন। বিশেষ অতিথিঃ মাহিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আফরোজা আব্বাস সভানেত্রী জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথিঃ এডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, সাবেক এম পি, সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় কমিটির, তুখোড় ছাত্র নেত্রী, সাবেক ভি পি বদরুন্নেসা কলেজ। বিশেষ অতিথিঃ রিতা রহমান (মিয়া) রংপুর ৩ আসন থেকে ২০১৮ সালে এরশাদ এর বিপক্ষে নির্বাচন করেছেন। বিশেষ অতিথিঃ জনাব আনোয়ার হোসেন খোকন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি। বিশেষ অতিথিঃ জনাব এম এ মালিক সদস্য কেন্দ্রীয় কমিটি বিএনপি ও সভাপতি যুক্তরাজ্য বিএনপি। বিশেষ অতিথিঃ মহিউদ্দিন আহমেদ জিন্টু প্রধান উপদেষ্টা সুইডেন বিএনপি। বিশেষ অতিথিঃ সৈয়দ সাইফুর রহমান সভাপতি ফ্রান্স বিএনপি। বিশেষ অতিথিঃ এম এ তাহের সাধারণ সম্পাদক ফ্রান্স বিএনপি।
সভায় বক্তব্য রাখেন হাসনাহেনা চৌধুরী হীরা (সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও প্রয়াত দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর সহ্ধর্মিনি)।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন মওলানা শামীম আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউরোপ-আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ ২২ দেশের নেত্রীবৃন্দ। নেতৃবৃন্দ বক্তব্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চেতনাকে সামনে রেখে আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অনির্বাচিত সরকার এর বিদায় ঘণ্টা বাজাতে হবে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক, তৃণমূলের রাজনীতির প্রবক্তা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরউদ্ধার হবে। সকলের একটিই স্লোগান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি দেশে বিদেশে ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে উপস্থিত নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকোর কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে আলোচনা করেন।