পুতিনবিরোধী বিক্ষোভে আটক কয়েক ডজন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৪ এএম, ২৪ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১১:০২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান বিরোধী আলেক্সি নাভালনির হাজারো সমর্থকের বিক্ষোভ-মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
আজ শনিবারের ওই বিক্ষোভ প্রতিহত করতে লাঠিচার্জ ও মিছিল থেকে কয়েকডজনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘মস্কোতে নাভালনির সমর্থকদের ব্যাপক বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দেশটির পূর্বাঞ্চলে পুতিনবিরোধী বিক্ষোভ থেকেও বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।’
গত সপ্তাহের ছুটির দিনে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সমালোচক আলেক্সি নাভালনি। ওই সময়ে তিনি বার্লিন থেকে মস্কোতে ফেরেন।
গত আগস্টে মারাত্মক ‘বিষক্রিয়ায়’ বার্লিনে বিমান অবতরণ করে সেখানেই চিকিৎসা নেন। গত সপ্তাহে দেশে ফিরেই তিনি গ্রেপ্তার হন।