কলকাতায় মমতার সঙ্গে মোদি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৫ পিএম, ২৩ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১০:৩৫ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন ২৩ জানুয়ারি। ভারতের কেন্দ্রীয় সরকার দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই দিবসের উদ্বোধন করতে শনিবার বিকেলে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শনিবার স্থানীয় সময় বিকেলে তিনি কলকাতা পৌঁছেন।
কলকাতায় পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিক্টোরিয়ার প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় একই সঙ্গে হাটতে দেখা গেছে মোদিকে। এই দুজনের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকায় এই ঘটনাকে বিরল বলে দাবি করেছেন বিশ্লেষকরা।
মোদির কলকাতা সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কলকাতাকে। শহরের প্রবেশ ও বাহির পথে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রোনেও নজরদারি চালানো হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এদিকে এ জন্মদিনকে স্মরণে রেখে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরের কাছে বালু দিয়ে নেতাজির একটি ভাস্কর্য তৈরি করেছেন কলকাতার বিশিষ্ট বালুশিল্পী স্বপন দাস।
সুভাষচন্দ্র বসু ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওডিশার কটকে জন্মগ্রহণ করেন। তাঁর অন্তর্ধান হয় ১৯৪৫ সালের ১৮ আগস্ট।