ভারতের কর্নাটকে বিস্ফোরণে নিহত ৮
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২০ পিএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:০১ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ভারতের কর্নাটকে এক ভয়াবহ বিস্ফোরণে ৮ জন মারা গেছেন। তবে বোমা বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা চলছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল তদন্ত শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশের ধারনা, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। গোটা এলাকা ইতিমধ্যেই সিল করে দেয়া হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুরাধা বলেন, কর্নাটকের শিবমোগা থেকে ৫-৬ কিলোমিটার দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গিয়েছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি।
পুলিশের এডিজি প্রতাপ রেড্ডি জানান, শিবমোগা গ্রামীণ থানার কাছাকাছি এলাকাতেই বিস্ফোরণ হয়েছে। একটা ক্ষতিগ্রস্ত ট্রাক দেখতে পাওয়া গেছে। তবে এটা স্পষ্ট নয় যে, ট্রাকে কোনো বিস্ফোরক ছিল কি না বা বিস্ফোরণে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।
এদিকে, শিবমোগার ঘটনায় শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।