রাশিয়ার ২৮ হাজার সেনা নিহত : ইউক্রেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২৫ পিএম, ১৮ মে,
বুধবার,২০২২ | আপডেট: ১১:১৬ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার ২৮ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে এই দাবি করেছে।
আজ বুধবার (১৮ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, গত দিন রাশিয়া অন্তত ৪০০ সেনা হারিয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে আরও দাবি করা হয়েছে, রাশিয়া ১ হাজার ২৫১টি ট্যাঙ্ক, ৩ হাজার ৪৩টি সাঁজোয়া যান, ৫৮৬টি আর্টিলারি ব্যবস্থা, ১৯৯টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ৯১টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ২০২টি যুদ্ধ বিমান, ১৬৭টি হেলিকপ্টার হারিয়েছে।
এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া যুদ্ধে ২ হাজার ১৩৭টি লরি এবং জ্বালানি ট্যাংকার, ১৩টি যুদ্ধজাহাজ এবং নৌকা, ১০২টি ক্রুজ মিসাইল, ৪৪১টি ড্রোন এবং ৪৩টি বিশেষ সরঞ্জাম হারিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে।