এল সালভেদরে সহিংসতায় নিহত ৭৬, জরুরি অবস্থা জারি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৯ পিএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মধ্য আমেরিকার দেশ এল সালভেদরে দুদিনের সহিংসতায় ৭৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার দেশটিজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর সিবিসি নিউজের।
এল সালভেদরে প্রেসিডেন্ট নায়িব বুকেলের অনুরোধে এই জরুরি অবস্থার অনুমোদন দেন দেশটির আইপ্রণেতারা।
মধ্য আমেরিকার ছোট এই দেশটিতে সম্প্রতি দলগত সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় ৭৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে গত শুক্রবার প্রাণ হারিয়েছেন ১৪ জন আর শনিবার নিহত হয়েছেন ৬২। এরপরই রোববার জরুরি অবস্থা জারি করে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে শুক্র ও শনিবারের টানা সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার অ্যাসল্ট রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট পরে রাস্তায় নামেন এল সালভেদরের পুলিশ ও সেনা সদস্যরা।
দেশটির সিকিউরিটি ক্যাবিনেট জানিয়েছে, এমএস-১৩ ও ব্যারিও ১৮ নামের দু’টি গ্যাংয়ের চার শতাধিক সদস্যকে আটক করা হয়েছে। এই দুই গ্যাংয়ের সদস্যদের মাধ্যমেই সাম্প্রতিক এই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
এল সালভেদরে অপরাধী দলগুলোর মধ্যে সহিংসতা এবং এসব ঘটনায় প্রাণহানির বিষয়টি অনেকটাই সাধারণ। গত বছরের নভেম্বরে একই ধরনের সহিংসতায় মাত্র তিনদিনে ৪৫ জন নিহত হয়েছিলেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে এল সালভেদরে ১ হাজার ১৪০টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।