মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন-গণহত্যা ও যুদ্ধাপরাধে লিপ্ত : জাতিসংঘ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০৫ পিএম, ১৬ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:০৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
মিয়ানমারের সামরিক বাহিনী পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে স্বশস্ত্র বাহিনীটিকে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধেও অভিযুক্ত করা হয়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর মঙ্গলবার (১৫ মার্চ) এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী মানুষের জীবনের জন্য স্পষ্ট অবহেলা দেখিয়েছে। তারা জনবহুল এলাকায় বিমান হামলা এবং ভারী অস্ত্র ব্যবহার করে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’
এক বিবৃতিতে তিনি বলেন, ‘অনেক ভুক্তভোগীকে মাথায় গুলি করা হয়েছে। পুড়িয়ে মারা হয়েছে। নির্বিচারে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন এবং মানব ঢাল হিসেবেও ব্যবহার করা হয়েছে।’
এদিকে, জাতিসংঘের এমন প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মিয়ানমারের সামরিক মুখপাত্র। উল্টো তারা নৃশংসতার ঘটনা অস্বীকার এবং অশান্তি সৃষ্টির জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে। মিয়ানমার সেনাবাহিনী বলছে, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।