ইউক্রেনের সঙ্গে আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে : পুতিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫৮ এএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানান, মস্কোর সঙ্গে ইউক্রেনের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আলোচনায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আমাদের পক্ষের আলোচকরা জানিয়েছেন। ‘ব্যবহারিকভাবে প্রতিদিনই’ এই আলোচনা চলবে বলেও জানান তিনি।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। লুকাশেঙ্কোর সঙ্গে এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনায় করবেন বলে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেছেন তিনি।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্কের আঙ্কারায় বৃহস্পতিবার প্রথমবারের মতো আলোচনায় বসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বহুল প্রতীক্ষিত এ বৈঠকটিতে তেমন ফলপ্রসু কোনো সমাধান না আসেনি বলেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল।