ঐক্যের ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২৩ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে পারে রুশ সেনারা। বুধবারই এই হামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বেশ কিছু গোয়েন্দা সংস্থা। এ অবস্থায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) ‘ঐক্য দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ইউক্রেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বুধবার ‘ঐক্য দিবস’ পালনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে এবং জাতীয় সংগীত গাইতে ইউক্রেনীয়দের প্রতি আহ্বানও জানান তিনি।
সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘তারা বলছে, ১৬ ফেব্রুয়ারি হামলা হবে। আমরা এটিকে ঐক্যের দিন হিসেবে পালন করবো।’
এদিকে আজ সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, সরকার 'এ বিষয়ে খুব স্পষ্ট যে ইউক্রেনে সম্ভাব্য হামলা আসন্ন'। তিনি ব্রিটিশ নাগরিকদের এখনে ইউক্রেন ত্যাগের আহ্বান জানান।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। এ নিয়ে দেশটি তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। যুদ্ধের শঙ্কায় এখন পর্যন্ত ১০টির বেশি দেশ তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে।