মাদাগাস্কারে ঘূর্ণিঝড়, নিহতের সংখ্যা বেড়ে ১২০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।
গত রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বাতসিরাই’। ঝড়ের পর ৯২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সেই তালিকায় যোগ হলেন আরও ২৮ জন।
দেশটির রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ সংস্থা জানায়, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ইকোঙ্গোতে। সেখানে নিহত হয়েছেন ৮৭ জন।
জার্মানি, ফ্রান্স এবং অন্যান্য দেশের উদ্ধারকারী দল স্থানীয় উদ্ধারকারী টিমকে সহায়তা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।