মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনা, এমপি পুত্রসহ ৭ মেডিক্যাল শিক্ষার্থী নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৬ পিএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:০০ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। নিহত হলেন এক বিজেপি বিধানসভা সদস্যের ছেলেসহ সাতজন ডাক্তারি পড়ুয়া। একটি গাড়িতে করে তারা যাচ্ছিলেন।
গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যায়, ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। এ সময় সেলসুরার কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তারা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে অন্যতম মহারাষ্ট্রের তিরোরা বিজেপি বিধানসভার সদস্য বিজয় রাহাংদালের ছেলে আবিষ্কার রাহাংদালে। তিনি ও পবন শক্তি নামে আরো একজন ছিলেন প্রথম বর্ষের পড়ুয়া। বাকি চারজন শেষ বর্ষের ছাত্র। তারা হলেন নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও শুভম জয়সওয়াল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। সেই সাথে আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার কথাও জানিয়েছেন তিনি।