অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে না
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৮ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৫৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। সোমবার যুক্তরাজ্যের লন্ডনের একটি আদালত এই রায় দিয়েছেন। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং যুক্তরাষ্ট্রে আত্মহত্যার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এই রায় দিয়েছেন বিচারক। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, জুলিয়ান অ্যাসাঞ্জের বয়স এখন ৪৯ বছর। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে তিনি হাজার হাজার গোপন সরকারি ডকুমেন্ট ফাঁস করে দেন। যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে তিনি আইন ভঙ্গ করেছেন এবং জনজীবন ঝুঁকিতে ফেলেছেন। এ জন্য তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার দাবি করা হয়েছে। কিন্তু এই দাবির বিরুদ্ধে লড়াই করছেন অ্যাসাঞ্জ।
২০১২ সালের জুন থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেন ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ। এরইমধ্যে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতে চায়
অ্যাসাঞ্জ বলেন, তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে বৃটিশ আদালতের সোমবারের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।