সু চির সঙ্গে শ্রিংলার সাক্ষাৎতের আবেদন প্রত্যাখ্যান জান্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:০০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মিয়ানমার সফরে গিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে তিনি জান্তা সরকারের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হয়েছেন। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রি কারাবন্দি অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন শ্রিংলা, কিন্তু তা হয়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শ্রিংলাকে অনুমতি দেয়নি সামরিক জান্তা। সু চির সঙ্গে সাক্ষাৎতে শ্রিংলার আবেদন খারিজ করে দেয় মিয়ানমারের ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল’।
এ বিষয়ে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের সেনাশাসকদের সঙ্গে বৈঠকে সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ প্রসঙ্গটি তুলে ধরেন শ্রিংলা।
গত মাসে মণিপুরে মিয়ানমারে চূড়াচাঁদপুর জেলায় আসাম রাইফেলসের ওপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ভারতীত সেনাবাহিনীর কর্নেল বিপ্লব ত্রিপাঠি ও তার স্ত্রী পুত্রের। নিহত হন আরও চার সেনা কর্মকর্তা। মনে করা হচ্ছে জঙ্গিরা হামলার পর মিয়ানমার পালিয়েছে। ওই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পররাষ্ট্র সচিব বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বুধবার অর্থাৎ ২২ ডিসেম্বর দুই দিনের মিয়ানমার সফরে যান শ্রিংলা। সেখানে সেনাপ্রশাসন, বিজ্ঞজন ও সু চি’র দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রিংলা।