করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, জাপানে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩৫ পিএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১২:৪৮ পিএম, ১৩ অক্টোবর,রবিবার,২০২৪
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরই মধ্যে কমপক্ষে এক ডজন দেশে শনাক্ত হয়েছে এই ভ্যারিয়েন্ট। এর বেশির ভাগই উন্নত বিশ্বের দেশ। ওমিক্রন শনাক্ত হয়েছে বৃটেন, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, ইসরাইল, কানাডা, হংকং, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায়। এ অবস্থায় ওমিক্রন ইস্যুতে আজ সোমবার জরুরি বৈঠকে বসার কথা জি৭ ভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের। এরই মধ্যে বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
ইসরাইল তো বিদেশি প্রবেশেই নিষেধাজ্ঞা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার তার দেশে ওমিক্রন ছড়িয়ে পড়া রোধে সব বিদেশি পর্যটকের জন্য সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
কানাডায় দু’জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি নাইজেরিয়া সফরে গিয়েছিলেন। তিন দিনের মধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কমপক্ষে ৯০ লাখ মানুষকে টিকা দেয়ার উচ্চাভিলাষী ইচ্ছা প্রকাশ করেছে ফিলিপাইন। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলসে দু’জনের শরীরে সংক্রমণ হয়েছে। অন্য দু’জনের শরীরে এই ভ্যারিয়েন্ট থাকার আশঙ্কায় পরীক্ষা করা হচ্ছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, নতুন এই ভ্যারিয়েন্ট সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে প্রায় দু’সপ্তাহ সময় লাগবে। তিনি আরো সতর্ক করেছেন এই বলে যে, যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস সংক্রমণের ৫ম ঢেউয়ের মুখে আছে। নেদারল্যান্ডস কর্তৃপক্ষ কমপক্ষে ১৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টার্ডামে অবতরণ করার পর তাদের দেহে এই সংক্রমণ ধরা পড়ে।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে নতুন করে অনেক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে কেউ ওমিক্রনে আক্রান্ত কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এর মধ্যে আছে মালয়েশিয়া। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী খায়ের জামালুদ্দিন টুইটে বলেছেন, তার দেশের জোহর রাজ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
উদ্ভূত পরিস্থিতিতে বৃটেনও বিধিনিষেধ আরোপ করেছে। ওমিক্রন ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, বৃটেনে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। আরোপিত বিধিনিষেধ সম্পর্কে বলা হয়েছে, এমন পদক্ষেপ নিতে চায়নি সরকার। অন্যদিকে লেবার দলের নেতা অ্যাঙ্গেলা রাইনার বলেছেন, যদি সারাবিশ্বকে টিকা দেয়া না হয়, তাহলে শুধু বৃটেনকে টিকা দিয়ে লাভ হবে না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, সারা বিশ্বের সব মানুষকে টিকা দিতে হবে। এর বাইরে যদি বৃটেনের প্রতিটি মানুষকে টিকা দেয়া হয়, তাহলে তা কোনো কাজে আসবে না।