করোনার টিকা নিলেন কমলা হ্যারিস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৯ এএম, ৩১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১১:৫৯ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জো বাইডেনের পর এবার করোনাভাইরাসের টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
মঙ্গলবার ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) মডার্নার প্রথম ডোজ নেন তিনি। এ সময় তিনি দেশবাসীকে টিকা নিতে উৎসাহ দেন। মঙ্গলবার বাম হাতে টিকা নেয়ার পর কমলার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘খুব সহজ তো! তেমন কোনো ব্যথাই লাগল না। ধন্যবাদ।’
হ্যারিস আরো বলেন, ‘আমি সবাইকে এ ভ্যাকসিনটি নিতে উৎসাহিত করছি। এটি তুলনামূলকভাবে ব্যথাহীন ও নিরাপদ। এটি আক্ষরিক অর্থে জীবন বাঁচানোর উপায়।’
বিজ্ঞানীদের ওপর তার আস্থা রয়েছে বলেও জানান তিনি। সবাইকে টিকা নেয়ার অনুরোধ করে হ্যারিস জানান, তার স্বামী ডগ এমহফও মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি দেশের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। গত মঙ্গলবার তিনি ফাইজারের টিকা নিয়েছিলেন। দায়িত্ব হাতে নেয়ার আগে তিনি স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রবাসী বিশেষ করে সেখানকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে করোনার সংক্রমণ রুখতে সচেষ্ট বাইডেন প্রশাসন। মঙ্গলবার কৃষ্ণাঙ্গ তথা এশীয়-আমেরিকান কমলার টিকা নেয়ার মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন তারা। দেশবাসীকে টিকা নিতে উৎসাহ দিতে টিকা নেয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে।