খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান সৌদিআরব বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ পিএম, ১৯ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:১৩ এএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপিরকেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।
গতকাল বৃহস্পতিবার এক দোয়া মাহফিলে সরকারের প্রতি এই দাবি জানান তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে সৌদিআরব বিএনপির উদ্দোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তফন যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।