লিভারপুলে ট্যাক্সিতে বিস্ফোরণ, নিহত- ১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ১৫ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:০২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
লিভারপুল ওমেন্স হাসপাতালের বাইরে একটি ট্যাক্সিতে রোববার দিবাগত রাতে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন এক যাত্রী। টেরোরিজম অ্যাক্টের অধীনে এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে তিন ব্যক্তিকে। তাদের বয়স ২৯, ২৬ ও ২১ বছর। লিভারপুলের কেনসিংটন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর বাইরে তাদের সম্পর্কে আর বিস্তারিত কিছু বলা হয়নি। রোববার এ ঘটনার পর শহরের সেফটন পার্ক এলাকায় একটি সড়ক ঘেরাও করে রাখে সশস্ত্র পুলিশ সদস্যরা। গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে তারা ওই এলাকার বাড়িঘর থেকে লোকজনকে সরে যেতে বলে।
আজ সোমবার শেষ রাতে ঘেরাও করে রাখা ওই এলাকায় প্রবেশ করে সাতটি গাড়ির একটি বহর।
এগুলো কিসের গাড়ি তার কোনো মার্ক নেই। এর মধ্যে আছে তিনটি ভ্যান এবং চারটি কার। এর আগে ‘নেগোশিয়েটর’ লেখা ভেস্ট পরা কর্মকর্তাদের প্রবেশ করতে দেখা যায় ওই এলাকায়। পাশেই প্রস্তুত রাখা হয় ফায়ার ক্রুদের। কিন্তু সশস্ত্র বেশির ভাগ সদস্যই স্থানীয় সময় রাত ৩টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রিমেমব্রেন্স সানডে’র নীরবতা শুরুর সামান্য আগে এই বিস্ফোরণ দুর্ঘটনাক্রমে ঘটেছে বলে বিশ্বাস করেন না তদন্তকারীরা।
ওই বিস্ফোরণের ফলে গাড়িটি একটি আগুনের কু-ে পরিণত হয়। দ্রুত শিখা ছড়িয়ে পড়ে। পুড়ো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তে। কিন্তু আগুন স্পর্শ করার আগে ক্যাবটির চালক কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হন। তাকে এ ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়নি। পুলিশ বলেছে, তিনি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন।
লিভারপুল ওমেন্স হাসপাতালে প্রবেশের প্রধান ফটকের একেবারেই সামনে গাড়িটি বিস্ফোরিত হয়। কিভাবে এই বিস্ফোরণ হয়েছে তা নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, বিস্ফোরণস্থলটি লিভারপুল ক্যাথেড্রাল থেকে খুব বেশি দূরে নয়। ওই ক্যাথেড্রালে রিমেমব্রেন্স সানডে পালিত হচ্ছিল। ওদিকে বিস্ফোরণে ক্যাবটির যে যাত্রী নিহত হয়েছেন, তার বা তার সঙ্গে সংশ্লিষ্ট কারো পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যদি তা জানা যায়, তাহলে বিস্ফোরণের ক্লু উদঘাটনে কিছুটা সহায়ক হবে। এতে সন্ত্রাস বিরোধী পুলিশ ইউনিটকে সহায়তা করছে এমআই৫ গোয়েন্দা সংস্থা।