ইকুয়েডর কারাগারে দাঙ্গা, নিহত- ৬৮
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৬ পিএম, ১৪ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১২:০৯ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৬৮ জন বন্দী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এই দাঙ্গা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারি কারাগারে এই দাঙ্গা হয়েছে। পুলিশের কৌশলগত ইউনিট কারাগারে প্রবেশ করে বন্দুক এবং বিস্ফোরক খুঁজে পেয়েছে।
দেশটির কারাগারগুলোতে চলতি বছর এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দীর মৃত্যু হয়েছে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে।
রাষ্ট্রপতি গুইলারমো ল্যাসো টুইটারে পোস্ট করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে যে পরিবারগুলো প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং "বিশৃঙ্খলা থেকে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য" নতুন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।