লেবানন বিএনপি'র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ১০ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:২৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করলো লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটি।
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনার মধ্য দিয়ে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনায় ছিলেন ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান।
লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল আমিনুল ইসলাম আইমানের সঞ্চালনায় দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক আবদুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, সাংস্কৃতিক সম্পাদক সফিকুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুল কবির, মহিলা দলের সভাপতি সোলতানা নুর।
সে সময় বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রেহেনা পারবিন জান্নাত, ইসবাইল শাখা যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকন,আধুনিস শাখা যুবদলের সদস্য সচিব মোঃ মুক্তার মিয়া সহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র নেই, ন্যায়বিচার নেই, সুশাসন নেই, ভোটের অধিকার নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, গুম-খুম-অপহরণের প্রতিকার নেই। দেশে এখন উন্নয়ন ও দুর্নীতি সমার্থক শব্দে পরিণত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করতে, জনগনের অধিকার ফিরিয়ে আনতে, পরাশক্তির আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ গণঅভ্যূত্থানের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।
দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ই নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল এবং বন্দীদশা থেকে মুক্ত করেন মেজর জেনারেল জিয়াউর রহমানকে।
সভার সভাপতি ওয়াসীম আকরাম তার বক্তব্যে বলেন, "নেতৃত্ব নিয়ে গ্রুপিংয়ের সময় এখন নয়। বিএনপির আদর্শে অনুসারী সকলকে এখন সবকিছুর ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করে আন্দোলনের পথে হাঁটতে হবে।"এবং ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠা করতে হবে।