মিশরে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫১ পিএম, ২৭ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৬:৩৭ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মিসরের রাজধানী কায়রোতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালটিতে করোনা (কোভিড-১৯) রোগীদের চিকিৎসা দেয়া হত।
কায়রো থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তরপূর্বাঞ্চলের এল ওবুর নামক স্থানে মিসর আল আমাল হাসপাতালে গতকাল শনিবার ভোর ৯ টার দিকে এই আগুন লাগে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।
এ ঘটনার পর হাসপাতাল খালি করে বন্ধ করে দেয়া হয়। আর ভর্তি থাকা রোগীদের একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। আগুনের কারণ বের করতে জন্য অনুসন্ধান চালাচ্ছেন পুলিশ ও তদন্তকারীরা।
তবে প্রাথমিক তদন্ত শেষে নিরাপত্তা ও হাসপাতাল সূত্র জানায়, বৈদ্যুতিক বিভ্রাটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছিল।
এর আগে গত জুনে দেশটির বন্দর নগর আলেক্সান্দ্রিয়ার একটি প্রাইভেট হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই সময় ৭ জনের মৃত্যু হয় ও একজন আহত হন। এছাড়াও গত মে মাসেও কায়রোর একটি করোনার আইসোলেশন সেন্টারে অগ্নিকাণ্ড ঘটে। তবে তাতে কেউ হতাহত হননি।