আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারে জান্তা সরকারের প্রধানকে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না৷ তার পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানো হবে৷
চলতি মাসের ২৮-২৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশগলোর জোট আসিয়ান-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে৷
জোটটি জানায়, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাশীল এনএলডিকে সরিয়ে ক্ষমতা দখলের পর দেশটিতে শান্তি ফিরিয়ে আনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আসিয়ানের সাথে যে আলোচনা হয়েছিল তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জান্তা সরকার৷ আর এ কারণেই এমন সিদ্ধান্ত আসিয়ানের৷
প্রতিক্রিয়ায় জান্তা সরকারের মুখপাত্র যো মিন টুন বিদেশি বিনোয়গকারী, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন৷
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিকবাহিনী৷ প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করে রাজনৈতিক নেতাকর্মীরা৷
জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে৷ তাছাড়া কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷
আসিয়ানের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শুক্রবারের এক জরুরি বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং লাইংকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়৷
এক বিবৃতিতে জোটটি জানায়, আসিয়ানের সদস্যরাষ্ট্রগুলোর কেউ কেউ মিয়ানমারকে দেশটির অভ্যন্তরীন স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া দাবি জানিয়ে সুপারিশ করে৷ পরে মিয়ানমারের একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়৷
এদিকে, জান্তা সরকারে বিরোধীদের জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পক্ষ থেকেও সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ চেয়ে আসিয়ানের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে৷ ডয়েচভেলে।