কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৪ পিএম, ১৩ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:২২ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই অস্ত্রধারী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) অঞ্চলটির সোফিয়ান জেলায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টাগুলি চালালে দুই অস্ত্রধারী মারা যান। এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গত কয়েক দিন ধরেই উত্তেজনা বাড়ছে জম্মু-কাশ্মীরে। এক সপ্তাহে অস্ত্রধারীদের গুলিতে মারা গেছেন অন্তত সাতজন বেসামরিক মানুষ। এছাড়া চলতি সপ্তাহে ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি অভিযানের সময় এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র অফিসারসহ পাঁচ সেনা নিহত হয়েছিলেন।
এর আগে সোমবার (১১ অক্টোবর) জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও বান্দিপোরা জেলায় এনকাউন্টারে দুই দুর্বৃত্ত নিহত হয়। এ ছাড়া বান্দিপোরা জেলার হাজিন এলাকায় সংঘটিত আরেকটি এনকাউন্টারে লস্কর-ই-তাইবার এক সদস্য নিহত হন।
সম্প্রতি কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। গত সপ্তাহে বিভিন্ন ধর্মাবলম্বীর সাত নাগরিককে হত্যা করা হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী সহস্রাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।