লেবাননে তেলের ডিপোতে ভয়াবহ আগুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৩ পিএম, ১১ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:০৬ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
লেবাননের একটি জ্বালানি স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগেছে। দমকল বাহিনীর ২৫টি ইউনিট চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আজ সোমবার (১১ অক্টোবর) দেশটির জ্বালানি মন্ত্রী ওয়ালিদ ফায়াদের বরাতে এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ফায়াদ বলেছেন, আমাদের তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। ফলাফলের উপর ভিত্তি করে প্রয়োজনীয় সব কিছু গ্রহণের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
এর আগে, লেবাননের সেনাবাহিনীর একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, জ্বালানি ট্যাঙ্কে বেনজিন রয়েছে। এখন অগ্রাধিকার হল আগুন অন্য ট্যাঙ্কে পৌঁছাতে না দেওয়া।