আবারো মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৪৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
আবারো মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে পূর্ব উপকূল থেকে স্বল্প পাল্লার এই মিসাইল ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার উত্তেজনা হ্রাসে উভয় পক্ষ থেকেই সম্প্রতি ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। কোরীয় যুদ্ধ সমাপ্তির প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াও এই প্রস্তাবকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছিল৷ তবে এরইমধ্যে আবারো নতুন করে মিসাইল পরীক্ষা চালালো উত্তর।
এর একদিন আগে জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত বলেছিলেন, নিজেদের আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং কেউ এটি অস্বীকার করতে পারবেনা। এই মাসের শুরুতে পিয়ংইয়ং ব্যালিস্টিক এবং ক্রুজ উভয় ধরণের মিসাইল পরীক্ষা চালায়।