জাতিসংঘে তালেবানদের পক্ষে সমর্থন চাইলেন ইমরান খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৩ এএম, ২৬ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫৮ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর্থন প্রত্যাশা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য আহ্বান জানালেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। শুক্রবার তিনি ভিডিও মারফত রেকর্ড করা বক্তব্য রাখেন। আহবান জানালেন ইসলামভীতির বিরুদ্ধে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের।
তিনি বলেন, সন্ত্রাসকে প্রতিহত করতে হলে তালেবান সরকারকে সমর্থন দিতে হবে। জাতিসংঘের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ইমরান খান বলেন, সমস্যা সমাধানের একটাই উপায় আছে তাহলো আফগানিস্তানের বর্তমান সরকারকে শক্তিশালী ও স্থিতিশীল করা। আফগানিস্তানের জনগণের জন্যই তা প্রয়োজন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর অন্যথা হলে যুদ্ধবিধ্বস্ত দেশটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। এ খবর দিয়েছে অনলাইন ডন। উল্লেখ্য, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বার বার তালেবান সরকারকে সমর্থন দিতে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়ে যাচ্ছে পাকিস্তান। পশ্চিমা অনেক দেশ তালেবান সরকারের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিশ্রুতি দিয়েছে ত্রাণ সহায়তার।