সাংবাদিক কাজলের বিরুদ্ধে অভিযোগ খারিজ করতে আদালতকে অনুরোধ করলেন আইরিন খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৩ এএম, ১২ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০২:৪২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করতে আদালতকে অনুরোধ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব এবং জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা-বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খান।
সেই সাথে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে তার সাথে ডিজিটাল নিরাপত্তা আইন যে ‘সঙ্গতিপূর্ণ’ নয় সে স্বীকৃতি দিতেও আদালতকে অনুরোধ করেছেন তিনি।
গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) আইরিন খান এক টুইটে লিখেছেন : আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে তার সাথে ডিজিটাল নিরাপত্তা আইন যে সঙ্গতিপূর্ণ নয় সে স্বীকৃতি দিতে এবং শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করতে আমি আদালতকে অনুরোধ করবো।
উল্লেখ্য, অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিয়মিতভাবেই উদ্বেগ ও শঙ্কা জানিয়ে আসছে।