ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেন জয়ী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২১ এএম, ১৬ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০১:২৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ। ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের সব প্রচেষ্টা প্রতিহত করে দিল ইলেকটোরাল কলেজ। নির্বাচন আগে হয়ে গেলেও জয়-পরাজয় নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। মার্কিন সময় সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটিও শেষ হল।
৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন পেয়েছেন ৩০৬ ভোট। ট্রাম্পের ঝুলিতে এসেছে ২৩২ ভোট। অর্থাৎ ২৭০ ভোটের ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি ভোট পেয়ে বাইডেনের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদে বসা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। খবর সিএনএন, এপি ও বিবিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাংবিধানিক রীতি মেনে এদিন ৫০ অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা এক সঙ্গে বসে তাদের ভোট দেন। আর এতেই চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরপরই এক প্রতিক্রিয়ায় বাইডেন জানান, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, “মার্কিন গণতন্ত্রকে ধাক্কা, পরীক্ষা এবং হুমকি দেয়া হয়েছিল কিন্তু প্রমাণিত হয়েছে সেটি অটল, সত্য এবং শক্তিশালী।”
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “আমরা জনগণ ভোট দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস ছিল। আমাদের নির্বাচনের বিশুদ্ধতা অক্ষুণ্ন রয়েছে। অতএব এখন সময় পৃষ্ঠা উল্টানোর, ঐক্য এবং উপশমের।”
তিনি আরও বলেন, “এই জাতির মধ্যে বহু আগে গণতন্ত্রের শিখা জ্বলেছিল। আমরা জানি যে মহামারি বা ক্ষমতার অপব্যবহার কোনও কিছুই এই শিখাটি নিভিয়ে দিতে পারে না।”
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসে উঠবেন বাইডেন।