শি জিনপিংয়ের সঙ্গে বাইডেনের ফোনালাপ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:০৯ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত সাত মাসের মধ্যে প্রথম বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এই ফোনালাপটি দুই নেতার মধ্যে হয়েছে।
আল জাজিরা জানায়, হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। এর আগে বাইডেন ক্ষমতা গ্রহণের পরে জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছিলেন। সে হিসেবে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয় ফোনালাপ।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ওই আলোচনায় বাইডেন জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী আগ্রহের ওপর জোর দিয়েছেন। প্রতিযোগিতা যাতে সংঘর্ষে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য দুই নেতার দায়িত্ব নিয়ে আলোচনা হয় ফোনালাপে। বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতার মধ্যে একটি বিস্তৃত ও কৌশলগত আলোচনা হয়েছে।
আমাদের স্বার্থ যেখানে একত্রিত হয়- এমন ক্ষেত্র নিয়েও আলাপ হয়েছে। আবার যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়- সেগুলো নিয়েও কথা হয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফোনালাপটি ছিল খোলামেলা এবং গভীর। এছাড়া তারা আরও জানায়, ফোনালাপে চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিতি দুই দেশের সম্পর্কে ছাপ ফেলেছে।
এদিকে আফগানিস্তানে ২০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার) জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে চীন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, চীনা সহায়তার মধ্যে থাকবে খাবার এবং করোনাভাইরাসের ভ্যাকসিন। বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তানের প্রতিবেশী কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ত্রাণের হিসাব নির্ধারণ করেন।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। এ সময় তিনি আফগানিস্তানে জরুরী সহায়তার ঘোষণা দেন।
আল জাজিরা জানায়, তালেবানের গঠিত সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চীন এই জরুরি সহায়তার বিষয়ে ঘোষণা দিয়েছে। চীন জানিয়েছে, আফগানিস্তানে শৃঙ্খলা ফেরানোর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার।
ওয়াং ই জানান, চীন আফগানিস্তানকে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হবে। কিছুদিন আগেই তালেবানরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে চীনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী আখ্যা দিয়েছে। তারা মনে করেন, চীনা বিনিয়োগ ও সহায়তায় পুনর্গঠিত হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
এদিকে ওয়াং ই চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সীকে জানান, 'কিছু আন্তর্জাতিক শক্তি আফগানিস্তানে রাজনৈতিক, অর্থনৈতিক শক্তি ব্যবহার করে নতুন ঝামেলা সৃষ্টির করতে পারে,"। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার এখনও বহু বাকি। তবে চীন উলটো রাস্তায় হেঁটে সবার আগে তালেবানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।