আফগান রাষ্ট্রপ্রধান চূড়ান্ত : অন্যান্য পদে থাকছেন যারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৮ এএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:২৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের নাম চূড়ান্ত করেছে তালেবান। গত কয়েক দিনের ম্যারাথন আলোচনা শেষে তাকে এই পদে মনোনীত করা হয়। তালেবানের সিনিয়র নেতাদের বরাতে আজ মঙ্গলবার এই খবর জানিয়েছে পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
খবরে বলা হয়, ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের রাঈস-ই-জামহুর বা রাঈস-উল-ওয়াজারা অথবা সরকারের প্রধান হচ্ছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুনজাদা তার নাম প্রস্তাব করলে চূড়ান্ত করা হয়। হাসান আখুন্দের ডেপুটি মনোনীত হয়েছেন মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালাম।
বিষয়টি নিশ্চিত করে তালেবানের ৩ জন নেতা জানান, তালেবানের রেহবারি শূরা বা নীতি নির্ধারণী পরিষদের প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। সংগঠনটির অন্যতম এই প্রতিষ্ঠাতা ২০ বছর ধরে এই পদে আছেন, তার জন্ম মোল্লা ওমরের শহর কান্দাহারে। তালেবানের প্রথম সরকারের পররাষ্ট্রমন্ত্রী, পরে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মোল্লা হাসান আখুন্দ। তিনি তালেবানের বর্তমান প্রধান আখুনজাদারও খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নতুন আফগান সরকার আজ বুধবার ঘোষণা করা হতে পারে। তবে পূর্ণাঙ্গ ঘোষণা আসতে আরো কয়েক দিন সময় লাগবে। এই সরকারে হাক্কানি নেটওয়ার্কের সিরাজউদ্দিন হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রী, মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে প্রতিরক্ষামন্ত্রী, মোল্লা আমির খান মুত্তাকিকে পররাষ্ট্রমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদকে রাষ্ট্রপ্রধান মোল্লা হাসান আখুন্দের মুখপাত্র করার প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।