ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতির মধ্যে সংর্ঘষ, নিহত- ২৮
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৩ এএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:২৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ইয়েমেনের সরকারপন্থী বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংর্ঘষ বৃদ্ধি পেয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের।
ইয়েমেনের তেল সমৃদ্ধ মারিব প্রদেশে গত ২৪ ঘন্টাজুড়ে বিভিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে উভয় পক্ষ থেকেই। এ খবর দিয়েছে এএফপি।
খবরে বলা হয়, ইয়েমেনের রাহবাহ শহরে সবথেকে বড় সংঘাত হয়েছে। তবে সংঘাত নিয়ে গণমাধ্যমে কথা বলতে নিরাপত্তা বাহিনীকে নিষেধ করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে মারিব প্রদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে হুতিরা।
একইসঙ্গে বেড়েছে সৌদি আরবের ভেতরেও হামলা। সৌদি আরবের নেতৃত্বেই ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে যুদ্ধ চলছে। এতে হুতির হাজার হাজার সদস্য প্রাণ হারিয়েছে। গত জুলাইতে এই রাহবাহ শহর দখল করে নেয় সরকারি বাহিনী। এর আগে দুই বছর এ শহর ছিল হুতির অধীনে।
হুতির হামলার জবাবে সৌদি জোট কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে। পুরো মারিবজুড়েই চলছে এই হামলা-পাল্টা হামলা। হুতির পক্ষ থেকে জানানো হয়েছে, রাহবাহ, সিরওয়াহ ও মাদঘেলে সরকারি বাহিনীকে টার্গেট করে হামলা চালিয়েছে তারা।