ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৪০ সেনা নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ৩০ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ১২:১৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আবারও উত্তেজনা শুরু হয়েছে ইয়েমেনে। হুতি বিদ্রোহীদের রোববারের হামলায় নিহতরা সবাই সৌদিজোটের সেনা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র জানান, ইরানপন্থী এই বিদ্রোহীদের হামলায় অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যখন সৌদি জোট এবং হুতিদের মধ্যে শান্তি আলোচনা চলছে তখনই আবারও ভয়াবহ হামলা হলো ইয়েমেনে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় লাইস প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানপন্থি বিদ্রোহীরা।
ইয়েমেন সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছিল। নিহতরা সবাই সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা সদস্য। তবে, হতাহতদের মধ্যে কোনো বেসামরিক নাগরিক রয়েছেন কি না তা নিশ্চত হওয়া যায়নি।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একজন বলেন, ’প্রথমে দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি ব্যারাকে আঘাত হানে। ২০ মিনিট পরে আবারো হামলা চালানো হয়। আমরা অনেককে উদ্ধার করতে পেরেছি।’
স্থানীয় অধিবাসীরা বলছেন, আল-ইনদ এলাকা থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ এসেছে। তিয়াজ শহরের কয়েকজন বাসিন্দা বলেন, হুতি-অধ্যুষিত পূর্বাঞ্চলীয় উপশহরের রকেট উৎক্ষেপণ স্থান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ শোনা গেছে।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত আবদে রাব্বু মনসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে। হাদি রিয়াদে পালিয়ে যাওয়ার পর তাকে ফের ইয়েমেনের ক্ষমতায় বসাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের মার্চে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে।
এরপর থেকে দুপক্ষের লড়াই ও জোট বাহিনীর নির্বিচার বিমান হামলায় লাখো ইয়েমেনি নিহত হয়েছেন। যদিও দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব শহর ও এলাকা হুতিদের নিয়ন্ত্রণেই রয়ে গেছে। সৌদি জোটের অবরোধের মধ্যে থাকা দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
হামলার বিষয়ে এখনো কোন বিবৃতি দেয়নি হুতি বিদ্রোহীরা। ২০১৪ সাল থেকে হাদি সরকারের সঙ্গে যুদ্ধ চলে আসছে হুতিদের। চলমান যুদ্ধে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। এমনকি যুদ্ধের কারণে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ইয়েমেন।