সিআইএ প্রধানের সঙ্গে তালেবানের বৈঠক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:২৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
তালেবান নেতা আব্দুল গনি বরাদারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস।
গতকাল সোমবার (২৩ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে কাবুলে উড়ে যান উইলিয়াম বার্নস। গত সপ্তাহে কাবুল দখল করার পর এই প্রথম তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পর্যায়ে শীর্ষ বৈঠক হয়েছে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ কিংবা সিআইএ’র কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিআইএ প্রধানের সঙ্গে তালেবানের এমন সময় এই বৈঠকের খবর প্রকাশিত হলো যখন, কাবুল বিমানবন্দর থেকে মার্কিন নাগরিক ও অন্যান্য মিত্রদের ৩১ আগস্টের মধ্যে ফিরিয়ে নেওয়ার সময় বেঁধে দিয়েছে তালেবান। স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক লোকের কাবুল ছেড়ে যাওয়ার চেষ্টার কারণে বিমানবন্দরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।