ভারতজুড়ে আগামীকাল বনধ ডেকেছে কৃষকরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১৩ এএম, ৮ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:৩৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের লাগাতার বিক্ষোভে উত্তাল ভারত। কৃষক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কার্যত কোনও সমাধান হয়নি। সরকারের পক্ষ থেকে কৃষি আইন সংশোধনের প্রস্তাব দেয়া হলেও তা মেনে নেয়নি আন্দোলনকারীরা। আইন তিনটি বাতিলের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন কৃষকরা। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সাথে কৃষক নেতাদের কাল আবারো বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে আগামীকাল মঙ্গলবার ভারতজুড়ে বন্ধ পালনের ডাক দিয়েছে কৃষকরা। রাজধানী দিল্লি যাওয়ার সব সড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারী কৃষকরা। কৃষিভিত্তিক বড় দুই রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় শুরু হওয়া এ বিক্ষোভ রাজধানী দিল্লিসহ দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।