ভারতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২১ পিএম, ২৮ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ১০:২২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ভারতের উত্তরপ্রদেশে আজ বুধবার (২৮ জুলাই) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের ধাক্কায় একটি বাসের সামনে রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভির।
জানা যায়, নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। মঙ্গলবার রাতে তারা হরিয়ানা থেকে এসেছিলেন। পথে বাসটি বিকল হলে রাস্তার ওপরেই বাসের সামনে ঘুমিয়ে ছিলেন সবাই। সে সময় ট্রাকটি পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানায়, ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি কেউ।
ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন। এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।