

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৩ পিএম, ২৪ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২২ এএম, ১৮ সেপ্টেম্বর,সোমবার,২০২৩

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে আজ শনিবার (২৪ জুলাই) ভোরে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। পরপর দুই ভূমিকম্পের জেরে সেখানে এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউটের পরিচালক রেনাতো সলিডাম বলেন, ‘ভূমিকম্পটি গভীর ছিল তাই সুনামি হওয়ার শঙ্কা নেই। ম্যানিলায় এর তীব্রতা ৪ অথবা ৫ দশমিক ছিলো। এটি শক্তিশালী হলেও ধ্বংসাত্মক নয়।’
বাতাঙ্গাস প্রদেশের দক্ষিণ-পশ্চিম থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।