তুরস্কে অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনা, নিহত- ১২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৫৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ৩৮ জন অভিবাসীকে বহনকারী একটি বাস ইরান সীমান্তবর্তী তুরস্কের ভেন প্রদেশের মুরাদিয়া পার হওয়ার সময় সেটি একটি খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লেগে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ১২ জন। বাকি ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।। খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহ ও বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রবিবার (১১ জুলাই) মুরাদিয়ে জেলায় খাদে পড়ার পর গাড়িতে আগুন লেগে যায়।
সঙ্গে সঙ্গেই তরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) থেকে চিকিৎসক দল, দমকল বাহিনী, নিরাপত্তা বাহিনী ও জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ইউরোপগামী অভিবাসীদের জন্য তুরস্ককে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারীরা। তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় পৌঁছানোর আগে মূলত ইরানের স্থানীয় লোকজনের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা নিয়মিতভাবে তুরস্কের সীমান্তে প্রবেশ করছে।